মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট রেল সেকশনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুৎ হওয়ায় সিলেটে সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটমুখী তেলবাহী ট্রেনটি শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌঁছলে লাইনচ্যুৎ হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজীবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply