মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কাছে লেগুনা খাদে পড়ে চালকের সহকারী আলম মিয়া (১৮) নিহত ও ৮ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, সিলেট থেকে ঢাকাগামী লেগুনাটি শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিকট পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শায়েস্তাগঞ্জ উপজেলার সরাবই গ্রামের আতর আলীর ছেলে আলম মিয়া মারা যান।
Leave a Reply