মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল মান্নান, জাকির হোসেন ও রজমান মিয়া।
এলাকাবাসী জানায়, এই তিনজন দিঘিরপাড় এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় তাদের আটক করা হয়। পর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে রাতেই মাধবপুর থানায় সোপর্দ করে।
মাধবপুর থানার ওসি-তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply