মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সৌদি প্রবাসী আলী হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এছাড়া ডাকাতদের নির্যাতনে প্রবাসীর স্ত্রী শিরিনা বেগম গুরুতর আহত হন। তাকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে মাধবপুর থানার থানার এসআই এনামুলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
এসআই এনামুল জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply