হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের রতনপুর-ছাতিয়ান সড়কে ডাকাতদের ছুরিকাঘাতে পুলিশের এসআই জিয়াউর রহমান গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে মাধবপুর থানা থেকে ছাতিয়ান তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর রহমান মোটরসাইকেল যোগে কর্মস্থলে রওয়ানা হন। পথে রতনপুর থেকে ছাতিয়ানের মধ্যবর্তী সেতুর পশ্চিম দিক থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রীরা তাকে থামিয়ে জানান, একদল ডাকাত তাদের অটোরিক্সায় ডাকাতি করেছে। এ খবর পেয়েই এসআই জিয়াউর রহমান ডাকাতদের ধরতে গেলে ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শোনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন-নবী জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
Leave a Reply