মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় আল আমিন (২৮) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চুনারুঘাট উপজেলার মহিমুড়া গ্রামের মৃত বেনু মোল্লার ছেলে আল আমিন শাহজীবাজার গ্যাসক্ষেত্র এলাকায় রেল লাইন ক্রস করার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল ইসলাম ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া সন্ধ্যায় শাহজীবাজার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করার সময় বিদ্যৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মিলন (১৯ ) বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নোয়াহাটি পূর্বগ্রাম গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply