মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কায়সারনগর এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার কালিনগর এলাকার ৩ জন মোটর সাইকেল যোগে বাদশা কোম্পানিতে কাজে যাবার সময় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা কালিনগর এলাকার কাসিফ (২৭), জুনাইদ (২০), সুমন (২০) গুরুতর আহত হয়। এলাকার লোকজন গুরুতর আহত কাসিফকে উপজেলা হাসাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত জুনাইদ ও সুমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ট্রাক সহ চালক ও চালকের সহকারীকে আটক করেছে।
শায়েস্তাগঞ্জ হ্ইাওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply