হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক ফরিদপুর সদর উপজেলার মুন্সিডঙ্গী গ্রামের বাবুল বেপারির ছেলে আবু বকর (৩০) ও চালকের সহকারী শরিয়তপুরের জাজারিয়া থানার পাচুকাকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২)।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, মরদেহ দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply