মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাধবপুর-চৌমোহনী সড়কের ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী উপজেলার জয়পুর গ্রামের ছমদ মাস্টারের ছেলে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চার্টার্ড একাউন্টের শেষ বর্ষের ছাত্র সাদেকুর রহমান ও কমলানগর গ্রামের সোহানুর রহমান গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply