মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ নিহত হয়েছে।
এসময় আহত অপর উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ খানকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালন করতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ ও বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ খান মোটরসাইকেল যোগে যাবার সময় নোয়াপাড়া ইউনিয়ন অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হারুনুর রশিদ ও ফিরোজ খানকে প্রথমে মাধবপুর উপজেলা হাসপাতালে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা নিয়ে যাবার পথে হারুনুর রশিদ মারা যান। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।
Leave a Reply