মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় শনিবার ভোরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের সহকারী শামীম মিয়া (২২) নিহত হয়েছেন। তিনি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাপাই শিবপুর গ্রামের অধিবাসী।
মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চালক তাহেরুজ্জামান ও তার সহকারী শামীম মিয়া আহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ পর শামীম মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
Leave a Reply