মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে টিসিবির পণ্য কিনতে পেরে মানুষ খুশি। বিশেষ করে ঈদকে সামনে রেখে ন্যায্যমূল্যে পণ্য পাওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যদেরকেও লাইনে দেখা গেছে।
বুধবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব মেনে ৩শ নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন।
টিসিবির পণ্য বিক্রির খবর পেয়ে সকাল থেকেই বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসতে থাকেন। দুপুর ২টা থেকে শুরু হয় বিক্রি। প্রতিট প্যাকেটে ছিল ৫ লিটার তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি পিঁয়াজ ও ১ কেজি ডাল। দাম রাখা হয় ৭৫০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, টিসিবির হবিগঞ্জের ডিলার পিন্টু রায় ও থানার এসআই আবুল কাশেম।
একই সময় উপজেলার আন্দিউড়া চক বাজারেও টিসিবির পণ্য বিক্রি করা হয়।
Leave a Reply