হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চাঞ্চল্যকর রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলায় ৮জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় ঘোষণা করেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়। এ সময় আদালতে ৫ আসামি উপস্থিত ছিল। অন্যরা পলাতক রয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, সুধাংশু সূত্রধর, সুবাস সেন, এরশাদ আলী, আব্দুল মালেক, আবুল কাসেম, আতাউর রহমান, আবুল মিয়া ও মোশারফ হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, হরমুজ আলী, মোস্তাক আহমেদ, সানু মিয়া, জহির মিয়া, বকুল মিয়া, আমির হোসেন, দুলাল মিয়া, ছায়েদ মিয়া, কামাল মিয়া, জানু মিয়া ও জাবেদ মিয়া।
উপজেলার মনতলা এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রেদোয়ান মহসিন টিপুকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদি হয়ে মাধবপুর থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার এক পর্যায়ে পুলিশের নিকট থেকে সিআইডির হাতে যায়। ২০১১ সালের ৩ নভেম্বর এ হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এর পরিপ্রেক্ষিতে ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করা হলো।।
রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার।
Leave a Reply