মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই কৃষকের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে কেটে ফেলেছে তাদের টমেটো ও তরমুজের গাছগুলো। ফলে তারা পথে বসার মতো পরিস্থিতির মুখোমুখি। তবে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস মিলেছে।
উপজেলার চৌমোহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বড়ুরা গ্রামের কৃষক রনজু মিয়া জানান, তিনি ও আনোয়ার মিয়া ৪ কানি জমিতে টমেটো ও তরমুজ চাষ করেন। যথাসময়ে ফলনও দেখা দেয়। এ অবস্থায় সোমবার সকালে রনজু মিয়া জমিতে ঔষধ দিতে গিয়ে দেখেন দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে।
দুপুরে পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কৃষি অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, এটা জঘন্য একটি কাজ। তবে দুই কৃষককে কৃষি অফিস থেকে সহযোগিতা করার ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, যারা কৃষকদের এই ক্ষতি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply