মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এছাড়া বোরোধানের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
সোমবার রাতে উপজেলার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। সেই সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় গাছপালারও ক্ষতি হয়েছে। এছাড়া সরবরাহ লাইন ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঝড়ে বড়ধরনের ক্ষতি না হলেও অনেক জায়গায় বোরোধানের গাছ হেলে পড়েছে।
Leave a Reply