মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে শিউলি আক্তারের ২ বছর আগে বিয়ে হয় সোয়াবই গ্রামের ময়দর আলী সর্দ্দারের ছেলে কাতার প্রবাসী খোকন মিয়ার সাথে। তাদের একটি ছেলে রয়েছে।
তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর, এটা হত্যা না আত্মহত্যা বলা যাবে।
Leave a Reply