মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ জুয়া এবং গাঁজা ও ইয়াবা ব্যবসায় জড়িত অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে।
সোমবার, ২০ মার্চ পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আরিছ মিয়া, নয়ন রায়, হেলাল মিয়া, মাজু মিয়া ও কাওসার মিয়াকে গ্রেফতার করে।
অপরদিকে ছাতিয়াইন শিমুলঘর রাস্তায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা সহ ফারুক মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাধবপুর-মনতলা সড়কে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা সহ রিপন মিয়া নামের একজনকে পুলিশ গ্রেফতার করে।
Leave a Reply