মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ৩ নম্বর ওয়ার্ডে পৌরসভা জিয়া পরিবারের সদস্যবৃন্দের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির নেতা হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর বাবুল হোসেন, হাজী ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, বিএনপির নেতা আকবর হোসেন, যুবদল নেতা মশিউর রহমান মুর্শেদ, রাসেল আহাম্মেদ, রুবেল আহাম্মেদ ও রনি আহাম্মেদ প্রমুখ।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply