মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মসজিদের ইমাম ও নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইমাম হুমায়ুন কবির সহ ৭ জনকে মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, একটি জায়গা নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। তিনি অনেকবার সমাধানের উদ্যোগ নিয়েছিলেন; কিন্তু কোন পক্ষই এগিয়ে আসেনি।
Leave a Reply