মাধবপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে শোকমিছিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম।
উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহামেদ, যুবলীগ নেতা শংকর পাল সুমন, সাব্বির হাসান, একরামুল আলম লেবু, কাউছার খান ও মেহেদি হাসান কুতুব।
এছাড়া একটি শোকমিছিলও বের করা হয়।
Leave a Reply