মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, বিশ্বে বাংলাদেশ অভ্যন্তরীণ মৎস্য আহরণে তৃতীয় স্থানে রয়েছে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের প্রতিদিন প্রায় ৬৩ গ্রাম মাছ খাওয়া প্রয়োজন। তাই মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, আলাউদ্দিন রনি, আইয়ুব খান, রাজীব দেব রায় রাজু, জামাল আবু নাছের ও আবুল হোসেন সবুজ।
Leave a Reply