মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন জাগো নবীন ক্লাবের উদ্যোগে গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার বিকেলে মাধবপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও আয়োজক সংগঠনের উপদেষ্টা জামাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব দেব রায় রাজু, থানার এএসআই আব্দুল ওয়াদুদ ও কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম পাঠান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগো নবীন ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শান্ত আহাম্মেদ, সহ সভাপতি জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম।
উদ্বোধনী খেলায় নাজির বাড়ি একাদশ ও কৃষ্ণনগর একাদশ অংশগ্রহণ করে; কিন্তু নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে কৃষ্ণনগর একাদশ ২-১ গোলে জয়লাভ করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জুলহাস উদ্দিন রিংকু।
Leave a Reply