মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। বৃষ্টি উপেক্ষা করে লোকজন পরিবারের সদস্য আর আত্মীয়স্বজনদের জন্য নতুন জামা-জুতা কিনতে ভীড় করছেন বিপণি বিতানগুলোতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। কি পুরুষ কি নারী কেউ বাদ থাকছেন না।
কাপড় ও প্রসাধন সামগ্রীর দোকানগুলোতে উপচেপড়া ভীড়। নতুন কালেকশন আর পছন্দের পণ্যের আশায় পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও নাসিরনগর উপজেলার লোকজন পর্যন্ত মাধবপুরে ছুটে আসছেন।
ফোর জি কালেকশনের মালিক টিটু সরকার জানান, এবারে মেয়েদের বেশি পছন্দের পোষাক চণ্ডি। নতুন পোষাকের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে সবসময়। এবারও ব্যতিক্রম নয়। দামও নাগালের মধ্যে আছে।
সুভাগ্য বস্ত্রালয়ের কেশব ঘোষ জানান, শাড়ির মধ্যে জামদানির চাহিদা বেশি। কমবেশি ২ হাজার টাকায় ঐতিহ্যবাহী এ শাড়ি পাওয়া যাচ্ছে।
পাল গার্মেন্টসের মালিক ঝুটন পাল জানান, বেচাকেনা ভালই হচ্ছে। ঈদকে সামনে রেখে ছেলেদের জন্য নতুন মডেলের শার্ট ও প্যান্ট বাজারে এসেছে।
Leave a Reply