মাধবপুর প্রতিনিধি : শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম এই সম্মননা স্মারক চেয়ারম্যানের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া, অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
Leave a Reply