মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বড় ভাইয়ের হত্যাকারী ছোট ভাইকে ধরতে পুলিশি অভিযান চলছে।
রবিবার দুপুরে উপজেলার চৌমোহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ হতাকাণ্ড ঘটে। পুলিশ ও এলাকার লোকজন জানান, জয়পুর গ্রামের ফজলুল হকের ছেলে এবদাল মিয়ার সঙ্গে তার ছোট ভাই কামাল মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঐদিন দুপুরে এবদাল মিয়া চৌমোহনী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কামাল মিয়া সহ কয়েকজন তাকে আটকে পিটিয়ে গুরুতর আহত করে।
এবদাল মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা মাইমুন তাকে মৃত ঘোষণা করেন।
এবদাল মিয়ার স্ত্রী হারুনা বেগম জানান, তাদের দুই মেয়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় কামাল মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। সে ভাইয়ের সম্পত্তি গ্রাস করতে চাইছিল।
মাধবপুর থানার পরিদর্শক-তদন্ত গোলাম দস্তগীর জানান, হত্যকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply