মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ছেলেকে হত্যার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুর মামলা করেছেন।
উপজেলার বহরা ইউনিয়নের বহরা গ্রামের আব্দুল জাহের মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-০৬) আদালতে মামলাটি দায়ের করেছেন।
এতে বাদি অভিযোগ করেছেন, তার ছেলে জয়নাল মিয়ার সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মৃত আব্দুল করিম হোসেনের মেয়ে হেলেনা বেগমের । বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। তাদের দু’টি সন্তানেরও জন্ম হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর জয়নাল মিয়া শ্বশুর বাড়িতে কিছু জমি ক্রয় করে বসবাস শুরু করে; কিন্তু একপর্যায়ে সৌদি আরব চলে যায় এবং প্রবাসে থাকাকাল হেলেনা বেগমের সঙ্গে একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আবু শ্যামার ছেলে লস্কর মিয়ার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। দেশে ফেরার পর এই সম্পর্কের কথা জয়নাল মিয়া জেনে ফেললে স্বামী–স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই ঝগড়া-বিবাদ চলতে থাকে।
গত ২৩ জুন ভোরে লোকজনের মুখে জয়নাল মিয়ার মৃত্যুর খবর শুনে আব্দুল জাহের মিয়া ছেলের বাড়িতে গিয়ে দেখেন, তার পা দু’টি মাটিতে লাগানো এবং হাটু ভাঙ্গা অবস্থায় পেয়ারা গাছের ডালের সঙ্গে একটি রশি দিয়ে দেহটি ঝুলছে।
খবর পেয়ে মনতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় আব্দুল জাহের বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্রবধূসহ কয়েকজনকে আসামি দিয়ে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানাকে এফআইআর করার নির্দেশ দেন।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, আদালতের নির্দেশ পাওয়া গেছে। বিজ্ঞ আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply