মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে বন্যা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার, ৪ নভেম্বর দুপুরে পুলিশ মরদেটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মামলার বাদি বন্যা আক্তারের পিতা মো শানু মিয়ার অভিযোগ, তার জামাই ও জামাইয়ের পরিবারের লোকজন তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।
মামলার বিবরণ অনুযায়ী, মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো শানু মিয়ার মেয়ে বন্যা আক্তারকে ৪/৫ মাস আগে ভালবেসে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম মিয়া; কিন্তু বিয়ের পর থেকেই তার উপর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন শুরু করে। গত ৩ নভেম্বর রাতে তানিম মিয়ার ভাই তায়েব মিয়া বন্যা আক্তারের ভাইকে ফোন করে জানান, তার বোনের একটি দুর্ঘটনা ঘটেছে, তারা যেন উপজেলা হাসপাতালে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মাধবপুর উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখেন সেখানে বন্যা আক্তারের মরদেহ পড়ে আছে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply