মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে তার স্বামী। সন্দেহ করা হচ্ছে, স্বামী শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছে।
উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে এক সন্তানের জননী নিপা আক্তার (২৮) চাকরির সুবাদে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা এলাকার হুমায়ুন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। মাঝেমধ্যে তার স্বামী বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের শরিফ মিয়া বাসায় আসাযাওয়া করতো। বৃহস্পতিবার রাতেও আসে; কিন্তু শুক্রবার সকালে নিপা আক্তারের কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিক খোঁজ নিতে গিয়ে দেখেন, দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার পরিদর্শক-তদন্ত গোলাম দস্তগীর জানান, নিপা আক্তারের নাকে-মুখে রক্তের দাগ ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply