মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও এলাকায় গিরিধারী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে।
শনিবার রাতে মন্দিরের পিছনের দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে মূর্তি ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
গিরিধারী মন্দিরের যমুনা বৈষ্ণবী জানান, রবিবার সকালে রাজেশ দাস নামের এক বৈষ্ণব দেখতে পান, পিছনের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো। পরে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়।
চোর মন্দির থেকে গোপাল মূর্তি, ছোট গোপালের ৩টি মূর্তি, রাধাকৃষ্ণের ২টি মূর্তি, গোপালের ১ ভরি ওজনের স্বর্ণের মুকুট, স্বর্ণের ২টি বান, স্বর্ণের ১টি তুলসি পাতা, রূপার ১টি ছাতা ও দানবক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ও থানার পরিদর্শক-তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরে সহকারী কমিশনার-ভূমি আয়েশা আক্তারও গিরিধারী মন্দির পরিদর্শন করে ঘটনার খোঁজখবর নেন।
মাধবপুর থানার পরিদর্শক-তদন্ত গোলাম দস্তগীর আহামেদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
Leave a Reply