মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় সিরাজ মিয়া নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার বিকেলে ভারতের সীমান্ত সংলগ্ন উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়পুর গ্রামের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) উত্তম কুমার দাস জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলাকার লোকজন কাজ করতে গিয়ে জয়নগর গ্রামের মো আব্বাস আলীর ছেলে সিরাজ মিয়াকে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
Leave a Reply