হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২০ দলীয় জোটের শরিকদল খেলাফত মজলিসের কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বহরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড আহমদ আব্দুল কাদের।
কর্মীসভায় তিনি বলেন, সরকারি দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-মিটিং করে যাচ্ছেন। অন্যদিকে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন নিয়াজী, নির্বাচন সমন্বয়কারী প্রভাষক আব্দুল করিম, অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামীম, উপজেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা সালাউদ্দিন, মুফতি ফয়সল তালুকদার, মাওলানা তাজুল ইসলাম ও হাজী শাহীন।
পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply