মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ১৪৭ জন সুফলভোগীর মাঝে বকনা গরু ও গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার-ভূমি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো শাহজাহান। ডা মাজহারুল ও ফরিদ মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা প্রকাশ রঞ্জন বিশ্বাস, প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক ডা আনোয়ার শাহাদাত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল হোসেন খান ও প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান। স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মিলন মিয়া।
Leave a Reply