মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাণী সম্পদ দপ্তর সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪১৭টি পরিবারের মাঝে ২টি করে ভেড়া, গৃহ নির্মাণ উপকরণ ও ৯০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস।
Leave a Reply