মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্যে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা রানি দে, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইমলাম, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, শফিকুল ইসলাম ও প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১শ ১২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।
Leave a Reply