হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ক্যাবল অপারেটরের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার ছাতিয়ান গ্রামের আহসান আলী ছেলে দুলাল মিয়া (২৩) দীর্ঘদিন ধরে স্থানীয় নোয়াপাড়া ক্যাবল অপারেটরের লাইন মেরামতের কাজ করছিল।
শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলা নামক স্থানে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে ফেলে রাখে। রাত পৌণে ১২টার দিকে এলাকার লোকজন দুলাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এএসআই ইব্রাহিক খলিলের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের নিয়ে যায়। রাত ১টার দিকে চিকিৎসক দুলাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply