মাধবপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে অস্থায়ীভাবে ১০টি পশুরহাট বসেছে; কিন্তু কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। কারো মুখে মাস্ক নেই। রাখা হয়নি হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া কোথাও কোথাও রাস্তায় গরু বেচাকেনা চলতে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলার মনতলা তেমুনিয়া গরুবাজার ও ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চবিদ্যালয় মাঠের পশুরহাট ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা কারও মুখে মাস্ক নেই। বাজার কমিটির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা থাকলেও রাখা হয়নি। নিষেধাজ্ঞা উপক্ষো করে মাধবপুর-চৌমোহনী রাস্তায় বেশকিছু গরু রেখে বেচাকেনা চলছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে অস্থায়ী পশুরহাট বসানোর নিয়ম না থাকলেও ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চবিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
Leave a Reply