মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামের কৃষক শওকত আলীর উপর হামলা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
শুক্রবার বিকেলে কাশিমনগর-চৌমুহনী সড়কের কাশিমপুর নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শওকত আলীর স্ত্রী, মেয়ে ও ছেলে সহ অন্যরা।
বক্তারা বলেন, বেলাপুর গ্রামের মৃত ঝাড়ু মিয়ার ছেলে আলম মিয়া ও মন্জুর আলী সহ কয়েকজন মিলে কৃষক শওকত আলীর উপর হামলা চালায়। এ ঘটনায় শওকত আলীর স্ত্রী মিনারা খাতুন বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন; কিন্তু আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। উল্টো আসামিরা মামলা তুলে নিতে তাদেরকে ভয়–ভীতি প্রদর্শন করছে।
Leave a Reply