মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কুকুর মারাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ঘিলাতলী ও মিঠাপুকুর গ্রামবাসীর মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, মিঠাপুকুর গ্রামের এক অটোরিক্সাচালক ঘিলাতলী রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি কুকুরকে চাপা দিলে কুকুরটি মারা যায়। এ নিয়ে ঘিলাতলী গ্রামের সুরুজ আলী ও মিঠাপুকুর গ্রামের অটোচালক কাওছারের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Leave a Reply