মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার অটোরিক্সা চালকরা কল্যাণ ফান্ড থেকে সহযোগিতার দাবি তুলেছেন।
অটোচালকরা বলছেন, ‘করোনা’ সংক্রমণের কারণে দুই মাসের বেশি সময় যান নিয়ে রাস্তায় নামতে না পারায় ঋণ করে তাদেরকে সংসার চালাতে হয়েছে। এখন ঋণ পরিশোধ করতে হবে। পাশাপাশি সংসারও চালাতে হবে। শ্রমিকদের অনেক সংগঠন থাকলেও এই কঠিন সময়ে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। অবশ্য সরকারিভাবে কিছু চালককে ঈদের সময় উপহার দেওয়া হয়েছে। তাই এ বিপর্যয় কাটিয়ে উঠতে তারা শ্রমিক কল্যাণ ফান্ড থেকে সহযোগিতা চান।
শ্রমিক নেতা হাসান মিয়া জানান, একটি সমবায় শ্রমিকদের নিকট থেকে প্রতিদিন ২০ টাকা করে নেয়; কিন্তু এই কঠিন সময়ে তারা শ্রমিকদের পাশে দাঁড়ায়নি। তবে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের পক্ষ থেকে কিছু শ্রমিককে সহযোগিতা করা হয়েছে।
সড়ক পরিবহণ শ্রমিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে অনেক শ্রমিককে ত্রাণ ও মাস্ক দেওয়া হয়েছে।
Leave a Reply