মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার ও হোম কোয়ারেন্টাইন মেনে চলার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর প্রচার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলায় নিয়োজিত ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মাধবপুর বাজারে মাইকিং করে।
এতে হাটবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, দ্রুত কাজ শেষ করে বাসা-বাড়িতে ফেরা, অহেতুক ঘুরাফেরা না করা, মুখে মাস্ক পরিধান করা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া ও দেশে ফেরা প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
এর আগে ক্যাপ্টেন আশিক উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারান, উপজেলা সহকারী কমিশনার-ভুমি আয়েশা আক্তার, থানার ওসি ইকবাল হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন।
অন্যদিকে বুধবার থেকে হবিগঞ্জ মোটর মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। শুধু খাদ্য সহ অন্যান্য নিত্যপণ্য ও ঔষধবাহী গাড়ি চলাচল করছে।
Leave a Reply