মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একই পরিবারর ৪ জন ‘করোনা’য় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত আরো ৫ জনের বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার সহকারী কমিশনার-ভূমি আয়েশা আক্তার প্রত্যেকের বাড়িতে গিয়ে লোকজনকে বাড়ির বাইরে বের না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, শুক্রবার রাতে মাধবপুর উপজেলায় নতুন করে ৫ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন, পৌরসভার সবুজভাগ এলাকার দুই জন, আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকার একজন, নয়াপাড়া এলাকার একজন ও বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের একজন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
অপরদিকে নোয়াপাড়া এলাকার এক মহিলা ঢাকায় চিকিৎসা করতে গিয়ে ‘করোনা’য় আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারেরর সদস্য ৯ জন। তাদের নমুনা পরীক্ষায় ৪ জনের ‘করোনা’ শনাক্ত হয়।
Leave a Reply