মাধবপুর প্রতিনিধি : কবিরাজ হিসেবে খ্যাতি বেশ ভালই ছিল; কিন্তু তাতে সন্তুষ্ট থাকতে পারলেন না। শখ জাগলো পীর হবার। এ জন্যে অলৌলিক কিছুতো চাই। তাই কবরে ঢুকলেন; কিন্তু আশাপূর্ণ হলোনা। শেষ পর্যন্ত সেখান থেকে মুমূর্ষু অবস্থায় ইউছুফ আলীকে উদ্ধার করা হলো।
ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের। এনিয়ে এলাকায় রীতিমতো হুলস্থুল পড়ে গেছে।
গত রবিবার ইউছুফ আলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরীর নিকট গিয়ে কবরে প্রবেশের অনুমতি চান; কিন্তু চেয়ারম্যান তাতে অসম্মতি জ্ঞাপন করেন। নিরাশ হয়ে গ্রামে ফিরে তিনি স্বজনদের কবর খুঁড়তে নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে শতাধিক উৎসুক মানুষ সীমান্তবর্তী গ্রাম নোয়াগাঁওয়ে ভিড় জমান।
এক পর্যায়ে ইউছুফ আলী কবরে প্রবেশ করেন। স্বজনরাও কবরে যথারীতি প্রথমে বাঁশের ছাটাই ও পলিথিন বিছিয়ে মাটিচাপা দিয়ে দেন। তবে কয়েকটি ছোট ছিদ্র রাখা হয়।
কয়েক মিনিট পর কবরের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন তার স্বজনরা। ছিদ্র দিয়ে দেখতে পান ইউছুফ আলী অচেতন হয়ে গেছেন। তাই সাথে সাথে সবকিছু সরিয়ে তাকে অজ্ঞান অবস্থায় কবর থেকে টেনে তোলা হয়। তিনি এখন বাড়িতেই আছেন।
Leave a Reply