মাধবপুর প্রতিনিধি : সিলেট বিভাগের প্রবেশদ্বার বলে খ্যাত হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে লকডাউন পালিত হচেছ।
এক সপ্তাহের এই লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হওয়ায় এমনিতেও লোকজন ঘর থেকে খুব একটা বের হয়নি। সিলেট-ঢাকা মহাসড়কে কিছু হালকা ও পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। শুধুমাত্র ঔষধের দোকান, কাঁচামাল ও মুদি দোকান খোলা ছিল।
শুক্রবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে বেশ কিছু জরিমানা আদায় করা হয়েছে।
প্রথমদিনও সেনাবাহনী এবং পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু জরিমানা করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়। এর পর থেকেই মাধবপুরের দৃশ্যপট পাল্টে যায়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার-ভূমি মহিউদ্দিন আহামেদ জানান, অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply