মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক এসআই সহ আরো ৪ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত হলেন ২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। তবে এক নারী স্বাস্থ্যকর্মী মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক মামুন জানান, গত ৬ ও ৭ জুন মাধবপুর থানায় কর্মরত ৫ পুলিশ সদস্য সহ ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকে সোমবার মধ্যরাতে থানার এক এসআই ও এক কনস্টেবল, এক স্বাস্থ্যকর্মী ও এক ছাত্রের রিপোর্টে ‘করোনা’ পজিটিভ আসে। সবাই কোয়ারেন্টাইনে আছেন।
মাধবপুর থানার ইন্সপেক্টর-তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান, এপর্যন্ত মাধবপুর থানার তিন কর্মকর্তা সহ ১০ পুলিশ সদস্য ‘করোনা’য় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply