হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নাসির উদ্দিনের সহধর্মিনী ও এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা গোল্ডেন মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এএসএম রায়হান মামুনের মা রাজিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তৃতীয় নামাজে জানাজা শেষে নোয়াপাড়া বাজার এলাকায় পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ শামীম ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এর আগে পরিবারের পক্ষ থেকে রায়হান মামুন বক্তব্য রাখেন ।
বুধবার বিকেল ৩টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিয়া বেগম ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি, নাতনী রেখে গেছেন।
Leave a Reply