মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এক সৌদিআরব প্রবাসীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।
নিহত ইদন মিয়ার (৪৫) ভাই ফিরোজ মিয়া সর্দ্দার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিছু লোক তার ভাইকে ঘর ডেকে গ্রামের মান্নান মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে শরবত জাতীয় কিছু খাওয়ানো হয়। এরপর তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ঢাকা নিয়ে যাবার পথে তিনি মারা যান।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ করা হয়নি।
Leave a Reply