মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মিনা সরকার নামের এক সন্তানের জননীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এলাকার লোকজন জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের কুলেন্দু সরকারের স্ত্রী মিনা সরকারের দেহটি বাড়ির পাশে একটি জাম্বুরা গাছে ঝুলানো ছিল। বাড়ির লোকজন দেখতে পেয়ে মিনা সরকারকে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কি কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
Leave a Reply