হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজাহান মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ১৬ ঘণ্টার ব্যবধানে জেলায় দুটি হত্যকাণ্ড সংঘটিত হলো।
শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন শাহজাহান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
তার বড়ভাই আক্তার মিয়া জানান, দীর্ঘদিন ধরে উপজেলার খাটুরা গ্রামের সুলেমান মিয়ার ছেলে সবুজ মিয়া সহ কয়েকজনের সাথে শাহজাহান মিয়ার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে শাহজাহান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা হায়দার আলী তাকে মৃত ঘোষণা করেন।
ডা হায়দার আলী নিশ্চিত করেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। মাধবপুর থানার ওসি চন্দন চক্রবর্তী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উদ্দিনের দ্বন্দ্বের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে জামিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়। আহত হয় অর্ধশত। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
Leave a Reply