মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রাম থেকে রবিবার সকালে তানজিনা আক্তার (১৯) নামের এক নারী গার্মেন্টস শ্রমিকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
তানজিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে ইটাখোলা গ্রামের আকছির মিয়ার বাড়িতে থেকে সায়হাম কটন মিলে কাজ করতো।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তানজিনা আক্তারের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।
Leave a Reply