মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থা থেকে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের হাতে প্রধান অতিথি হিসাবে ভাতার টাকা তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply